প্রতিবেদন : কেটে গিয়েছে সপ্তাহদুয়েক। এখনও অধরা পহেলগাঁও জঙ্গি হামলার মূলচক্রী।(Pahalgam Terror Attack) পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর সদস্যরা এখনও গা ঢাকা দিয়ে রয়েছে কাশ্মীরের দুর্গম জঙ্গল এলাকায়। কেন এখনও ধরা পড়ছে না জঙ্গিরা, এই প্রশ্নে মোদী সরকারকে বারবার বিঁধেছে বিরোধীরা। এবার পহেলগাঁও হামলার ১৪ দিন কেটে যাওয়ার পর প্রধানমন্ত্রীর কাছে ১৪ দফা প্রশ্ন তুলে ধরল রাজ্যের শাসকদল তৃণমূল। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলা হয়েছে, “উত্তর দিন মৌনমোদী।” সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জঙ্গি হামলায়, স্বজনহারা পরিবার, দেশের নিরাপত্তা নিয়ে একে একে ১৪টি প্রশ্ন তোলা হয়েছে ঘাসফুল শিবিরের তরফে।
Read More: কাশ্মীরে জঙ্গিদের মদত! সেনার হাতে অস্ত্র-সহ ধৃত ২
ইতিমধ্যেই দফায় দফায় সেনাবাহিনীর প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এখনও পর্যন্ত একটি পালটা আঘাতও করেনি নয়াদিল্লী। এমনকী প্রধানমন্ত্রী মোদী আলাদা করে হামলা নিয়ে কোনও বিবৃতি দেননি। শুধু বিহারে নির্বাচনী প্রচারে গিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন, অপরাধীদের কঠোরতম শাস্তি দেবেন। এসব নিয়ে এবার তৃণমূলের তরফে কড়া প্রতিক্রিয়া জানানো হল সোশ্যাল মিডিয়ায়।
Link: https://x.com/ekhonkhobor18/status/1919668038842122718
তৃণমূলের প্রশ্ন, পহেলগাঁওয়ে নৃশংস হামলার(Pahalgam Terror Attack) ১৪ দিন, অবিচারের ৩৩০ ঘণ্টা পার হলেও কেন সব জঙ্গি এখনও ধরা পড়ল না? তদন্তের অগ্রগতি কী? কেন আগাম ইঙ্গিত সত্ত্বেও এত বড় হামলা এড়ানো গেল না? কেন নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ না করে প্রধানমন্ত্রী বিহারের নির্বাচনী প্রচার নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন? এই মুহূর্তে দেশের সুরক্ষায় কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্র? পাশাপাশি রয়েছে অত্যন্ত তাৎপর্যবাহী একটি জিজ্ঞাসাও। সীমান্ত সুরক্ষার কাজ করতে গিয়ে পাক রেঞ্জার্সের হাতে বন্দি বাংলার জওয়ান পূর্ণম কুমার সাউকে কবে দেশে ফেরানো হবে? পূর্ণমকে নিয়েও কেন্দ্র বা বিদেশমন্ত্রক অথবা সেনাবাহিনী, কারও তরফেই এখনও কোনও বক্তব্য মেলেনি।