শ্রীনগর : পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিদের খোঁজে ইতিমধ্যেই সারা কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে ভারতীয় সেনা।(Indian Army) এই আবহেই বড় সাফল্য পেল তারা। নাকা চেকিংয়ের সময় জম্মু ও কাশ্মীরের বদগাম জেলা থেকে গ্রেফতার করা হয়েছে দু’জনকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গোলাবারুদ।
Read More: দাঙ্গা না বাঁধিয়ে সীমান্ত রক্ষা করুন! মোদী-শাহকে একযোগে নিশানা মমতার
সেনা(Indian Army) সূত্রে খবর, ধৃতরা জঙ্গিদের সহযোগী।ধৃতদের কাছ থেকে পিস্তল, গ্রেনেড ছাড়াও ১৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের সঙ্গে জঙ্গিদের যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত কিনা সেই বিষয়ে জানতে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1919650635370160401
পাশাপাশি পাঞ্জাব থেকেও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করছে পুলিশ। একটি জঙ্গলে অভিযান চালানোর সময় গ্রেনেড, আইইডি বাজেয়াপ্ত করে পুলিশ। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জনের। যাঁদের মধ্যে ২৫ জন ছিলেন পর্যটক। এরপর থেকে সন্ত্রাসবাদ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করে ভারত সরকার। দু’দিন আগে রাজস্থানে দু’জন পাক চরকে গ্রেফতার করে পুলিশ। পাঞ্জাব সীমান্তে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করার সময় এক পাক নাগরিককে গ্রেফতার করে বিএসএফ। পরে তাকে পাঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরই মধ্যে কাশ্মীরে গ্রেফতার হল জঙ্গিদের দুই সহযোগীকে।