বহরমপুর : পহেলগাঁও হামলার পর থেকেই সীমান্তের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। এবার এ প্রসঙ্গে মোদী সরকারকে ফের তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) তাঁর বক্তব্য, সীমান্ত সুরক্ষার বদলে সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে ব্যস্ত ‘অ্যাক্টিং পিএম’। কিন্তু ‘অ্যাক্টিং পিএম’ কে? মমতার জবাব, উত্তরটা বিজেপিই দিতে পারবে। রাজনৈতিক মহল মনে করছে, ‘অ্যাক্টিং পিএম’ বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী।
Read More: ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য বিজেপি সাংসদের, ধিক্কার জানাল তৃণমূল
সোমবার দুপুরে মুর্শিদাবাদ পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদী-শাহকে নিশানা করেন মমতা।(Mamata Banerjee) তাঁর অভিযোগ, সীমান্তে নিরাপত্তা ঢিলেঢালা। অথচ সেদিকে বিলকুল নজর নেই কেন্দ্রের। কেবল সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে ব্যস্ত মোদী-শাহেরা। “সাম্প্রদায়িক দাঙ্গা না বাঁধিয়ে সীমান্ত রক্ষা করুন। ভারত আমাদের মাতৃভূমি। আমরা সবাই দেশকে ভালবাসি। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের ন্যায়বিচার দিন। অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন। তাঁকে বলব সীমান্তরক্ষায় মন দিন। সততার সঙ্গে দায়িত্ব পালন করুন। চেয়ারে বসে মানুষ মানুষে বিভাজন সৃষ্টি করবেন না”, জানান মমতা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1919434321657467009
পাশাপাশি, প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “দেশের অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কে? জানি না। বিজেপি এর উত্তর দিতে পারবে। সাংসদ হিসেবে আমি দশ-বারোজন প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখেছি। কিন্তু এরকম অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেখিনি!”, সাফ জানান তিনি।