বহরমপুর: ওয়াকফ ইস্যুতে(Waqf Issue) অশান্ত পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদে। আগেই মুখ্যমন্ত্রী সেখানে যাবেন বলে জানিয়েছিলেন। কথামতোই তিনি মুর্শিদাবাদে একাধিক কর্মসূচি নিয়ে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হাজির হয়েছেন। এবার সেখানেই মঙ্গলবার সুতিতে প্রশাসনিক সভায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রশাসনিক সভা থেকেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, সুতি, ফরাক্কা ও ধুলিয়ানকে নিয়ে মুর্শিদাবাদে তৈরি হবে নয়া মহকুমা।
Read More: কাশ্মীরে শহিদ জওয়ান ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
মঙ্গলবার সুতিতে প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই সুতি, ফরাক্কা ও ধুলিয়ানকে নিয়ে মুর্শিদাবাদে নয়া মহকুমা তৈরি করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি ওয়াকফ অশান্তিতে সম্প্রতি অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলায় নজরদারি বাড়াতে এই নতুন মহকুমা তৈরির সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহল মহল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1919690252270117248
প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে এপ্রিল মাসের শুরুতে অশান্তি চরমে ওঠে মুর্শিদাবাদে।(Waqf Issue) একাধিক বাড়ি ভাঙচুর হয়। পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই সময় পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিল বিরোধীরা। যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে রাজ্য পুলিশ অতিদ্রুতই পরিস্থিতি সামলে নেয়। সে সময়েই মুখ্যমন্ত্রী জানান, ঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন। কথামতোই অশান্তির আঁচ থিতিয়ে যেতেই সোমবার মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।