সুতি : মঙ্গলবার মুর্শিদাবাদের সুতিতে প্রশাসনিক সভা সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বাংলার পরিযায়ী শ্রমিকদের(Migrant Workers) রাজ্যে ফিরবার আহ্বান জানালেন তিনি। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের স্থানীয়ভাবে কাজে নিয়োগ ও ঋণের সুবিধা দেওয়ার বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
Read More: বদলাচ্ছে মাউন্ট আবুর নাম, নিষেধাজ্ঞা আমিষ খাবারে! বিতর্কে বিজেপিশাসিত রাজ্য
এদিন পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে মমতা বলেন, “যারা মার খাচ্ছেন অন্য রাজ্যের লোকেদের হাতে তাদের পরিবারদের বলব, তাদের ফিরিয়ে নিয়ে আসুন। আর জেলাশাসককে বলব, আমাদের এখানে যে নির্মাণকাজ হয় সেই সব কাজে তাদের নিয়োগ করুন। কর্মশ্রী প্রকল্পে নিয়োগ করুন। তারা যাতে না খেতে পেয়ে মারা না যায়। দরকার নেই ভিক্ষে চাওয়ার। নিজের অধিকারে কাজ করুন। আপনারা ফিরে এসে পরিযায়ী শ্রমিক(Migrant Workers) লিস্টে নাম লেখান। মুখ্যসচিবকে বলব, তাদের ঋণের ব্যবস্থা করুন। যাতে তারা কিছু করে প্রাণে বেঁচে থাকতে পারে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1919750213058621550
উল্লেখ্য, দেশের অন্যান্য রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের বিরুদ্ধে সোমবারও সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও একই সুর ফুটে উঠল তাঁর বক্তব্যে। “আমি শুনেছি যে আমাদের লোকেদের ওপর অত্যাচার হচ্ছে। অনেক অভিযোগ আমরা পাচ্ছি। বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। যারা অত্যাচার করছেন, মনে রাখবেন, আমাদের এখানেও দেড় কোটির ওপর পরিযায়ী শ্রমিক কাজ করে। তারা আমার ভাই বোন। আমরা তাদের ভালোবাসি। তাহলে তোমরা কেন আমার ভাইবোনের গায়ে হাত দেবে?”, সাফ জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।