কলকাতা : বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবসে আরও একবার মোদী সরকারের শ্রমিক স্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।(INTTUC) বিজেপির শ্রমিকবিরোধী আইন মানবেন না শ্রমিকেরা, মৌলালির রামলীলা ময়দানের শ্রমিক সমাবেশ থেকে স্পষ্টতই তা জানিয়ে দিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। পাশাপাশি আইএনটিটিইউসির রাজ্য সভাপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন, শ্রমিক দিবসের তাৎপর্যই হচ্ছে আট ঘণ্টা কাজের অধিকার। আর কেন্দ্রের বিজেপি সরকার শ্রমিকদের আট ঘণ্টা কাজের অধিকারকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
Read More: সল্টলেকের রাসায়নিক কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন
বিশেষ দিনটিতে রামলীলা ময়দানে শ্রমিকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। শ্রমমন্ত্রী এবং আইএনটিটিইউসির(INTTUC) রাজ্য সভাপতির বক্তৃতায় মিলল বিপুল সাড়া। হাওড়ায় আয়োজিত হল মহামিছিল। কয়েক হাজার শ্রমিক এই মিছিলে যোগ দিয়েছিলেন। মিছিলের নেতৃত্ব দেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়, বিধায়ক গৌতম চৌধুরী, হাওড়া জেলা সদর আইএনটিটিইউসির সভাপতি অরবিন্দ দাস।
Link: https://x.com/ekhonkhobor18/status/1918280478920196338
এদিন সকাল থেকেই কেন্দ্রের কাছ থেকে শ্রমিকদের অধিকার ছিনিয়ে নেওয়ার বার্তা দিয়ে একের পর এক কর্মসূচি সম্পন্ন করে আইএনটিটিইউসি। সকাল ১০টায় বিধাননগর স্টেশন চত্বরে রক্তদান শিবিরের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য আদায়ের কথা তুলে ধরা হয়। এরপর মৌলালির রামলীলা ময়দানে দুপুর দু’টোয় আয়োজিত হয় সমাবেশ। বিকেল চারটেয় হাওড়ায় মহামিছিলে অংশ নেন শ্রমিকরা। উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যের ৩৫টি সাংগঠনিক জেলাতেই রাজ্য আইএনটিটিইউসির নির্দেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়।