নয়াদিল্লি: বিরোধীদের ক্রমাগত চাপে শেষমেশ নড়েচড়ে বসল জাতীয় নির্বাচন কমিশন।(Election Commission) তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল তারা। এবার ভোটার তালিকায় স্বচ্ছতা, ভোটারদের সুবিধার্থে ভোটার স্লিপ ও বুথস্তরের অফিসারদের দায়িত্ব স্পষ্ট করার পাশাপাশি কমিশনের তরফে তাঁদের পরিচয়পত্র প্রদান করা হবে। বিশেষ করে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার পদ্ধতিতে বড়সড় পরিবর্তন আনা হচ্ছে। এজন্য কমিশনের তরফে একটি ওয়েবসাইট তৈরি করা হবে। যেখানে নিজেরাই ভোটর তালিকা থেকে নাম বাদ দিতে পারবেন মৃত ব্যক্তির পরিবারেরা।
Read More: ভারতের জলচুক্তি স্থগিতের পরেও পাকিস্তানে স্বাভাবিক ছন্দেই বইছে সিন্ধুর জল! দাবি সংবাদমাধ্যমের
এর আগে স্বচ্ছ ভোটার তালিকার দাবি তুলে সর্বপ্রথম সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় বহু ভুয়ো ভোটার রয়েছে বলে অভিযোগ করেন তিনি। সাফ জানিয়েছিলেন, অন্য রাজ্যের ভোটারদের নাম বাংলার তালিকায় ঢোকানো হয়েছে। আবার এক ব্যক্তির একাধিক জায়গায় নাম রয়েছে বলে অভিযোগ করেন মমতা। মহারাষ্ট্র ও হরিয়ানার ভোটের পর একই অভিযোগ জানান রাহুল গান্ধী। তাঁর অভিযোগ ছিল, এই দুই রাজ্যের ভোটের আগে আচমকাই বিভিন্ন এলাকায় ভোটারের সংখ্যা বৃদ্ধি হয়। যা এককথায় অসম্ভব। মমতার অভিযোগের পরই নিজ নিজ এলাকায় ভুয়ো ভোটার চিহ্নিত করতে নামেন দলের নেতা-কর্মীরা। বহু ‘ভুতুড়ে’ ভোটারের সন্ধান মেলে। দলের তরফে কমিশনে গিয়ে অভিযোগও জানিয়ে আসে সংসদীয় প্রতিনিধি দল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1918287932718497993
রাজনৈতিক মহলের অনুমান, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে কমিশনের(Election Commission) এটিই প্রথম পদক্ষেপ। কমিশনের তরফে জানানো হয়েছে, মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়ার জন্য তাঁদের ওয়েবসাইটে একটি বিকল্প ব্যবস্থা রাখা হবে। যাতে তথ্যপ্রমাণ দিয়ে মৃত ভোটারের পরিবারের সদস্যরা তাঁর নাম বাদ দেওয়ার আবেদন করতে পারে। তাতে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করার ক্ষেত্রে সুবিধা হবে। দ্বিতীয়ত, কমিশনের তরফে ভোটারদের যে স্লিপ দেওয়া হয় তাতে বুথের নাম ও নম্বর এবং সিরিয়াল নম্বর এমনভাবে লেখা থাকবে, যাতে ভোট দিতে যাওয়ার সময় ভোটারদের যেন কোনও অসুবিধা না হয়। সম্প্রতিই বাংলা ও বিহারের বুথস্থরের অফিসারদের প্রশিক্ষণ দিয়েছে কমিশন। সেখানে তাঁদের কর্তব্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এবার কমিশনের তরফে তাঁদের পরিচয়পত্র প্রদান করা হবে। কে কোন বুথের দায়িত্ব পালন করবে, তার উল্লেখ থাকবে সেখানে।