কলকাতা: পরীক্ষা শেষের ৬৯ দিন পরে মাধ্যমিকের ফলপ্রকাশ(Madhyamik Result) হল শুক্রবার। কলকাতাকে টেক্কা দিয়ে এগিয়ে জেলা। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ওয়েবসাইটে সরাসরি ফলাফল দেখা যাচ্ছে। মাধ্যমিকে উত্তীর্ণদের তালিকা প্রকাশের পরেই শুভেচ্ছাবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More: ‘দিদিকে বলো’য় অভিযোগ জানাতেই মুক্তি, আটক বাংলার শ্রমিকদের ছেড়ে দিল মোদীরাজ্যের পুলিশ
এদিন সকাল ১১টা১০-এ মাধ্যমিকে উত্তীর্ণদের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। যারা উত্তীর্ণ হতে পারলেন না, তাঁদের বললেন, ‘হতাশ হবে না। চেষ্টা করো। আগামীদিনে সাফল্য আসবেই।’
ফলপ্রকাশের(Madhyamik Result) আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিবকে কৃতজ্ঞতা জানান পর্ষদ সভাপতি। মাধ্যমিকের সঙ্গে সকলকে ধন্যবাদ জানান তিনি। এদিন সাংবাদিক বৈঠকে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের জানান, এবার পরীক্ষা দিয়েছেন ৯,৬৯,৪২৫ জন। গত বছরের তুলনায় এবছর ৬২ হাজারের বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক দিয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1918236692793966830
উল্লেখ্য, প্রকাশিত মাধ্যমিকের ফলে পাশের নিরিখে প্রথমে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয়ে কালিম্পং, তৃতীয়ে কলকাতা। চতুর্থ পশ্চিম মেদিনীপুর। পাশের হার ৮৬.৫৬ শতাংশ।