দিঘা: জগন্নাথদেবের আগমনে সেজে উঠেছে সৈকতনগরী দিঘা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন বুধেই। এর মধ্যেই দিঘাগামী ২টি বিশেষ ট্রেন বাতিলের ঘোষণা।(Indian Railway)রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচালনগত নানান সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রেলের এই সিদ্ধান্তে খুশি নয় তৃণমূল। দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনের উৎসবের মাঝেই এহেন সিদ্ধান্ত কেন! তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
Read More: এল বহুপ্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ, দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন করলেন মুখ্যমন্ত্রী
চলতি মাসের ২৬ তারিখ থেকে ৪ মে পর্যন্ত দু’টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিল দক্ষিণ-পূর্ব রেল।(Indian Railway)বলা হয়েছিল, হাওড়া-দিঘা-হাওড়া এবং পাঁশকুড়া-দিঘা-পাঁশকুড়া রুটে বিশেষ দু’টি ট্রেন চালানো হবে। কিন্তু সে সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। রবিবার মন্দির উদ্বোধনের মাত্র তিন দিন আগে হঠাৎই বিজ্ঞপ্তি জারি করে সেই বিশেষ ট্রেন বাতিল করেছে রেল। জানানো হয়েছে, ট্রেনে পর্যাপ্ত বগির অভাব এবং পরিচালনগত নানা সমস্যার কারণে ট্রেন দু’টি আপাতত বন্ধ রাখা হচ্ছে।

এই ঘোষণাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। একদিকে দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন, তা নিয়ে মেতে উঠেছে সাধারণ মানুষও। এহেন পরিস্থিতিতে দিঘায় যে প্রচুর মানুষ যেতে চাইবেন সেটাই স্বাভাবিক। তবে সেই পথকেই বন্ধ করতে রেলের এই সিদ্ধান্ত? প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। দিঘার জগন্নাথ মন্দির দর্শনের জন্য ভক্তদের ভিড় দেখে কেন্দ্রের এই নয়া ছক! রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করা হয়েছে বলে মনে করেছেন শাসকদলের মন্ত্রী অরূপ রায়। কেন্দ্রীয় সরকার ও বিজেপি চক্রান্ত করে মানুষকে আটকাতে পারবে না। এমন হুঙ্কারও দিয়েছেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1917559604365647905?s=19