দিঘা : বুধবার অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে সৈকতশহর দিঘায় জগন্নাথদেবের(Jagannath Dham)প্রাণপ্রতিষ্ঠার উৎসব শুরু হল। নতুন মন্দির উদ্বোধনের আবহে সেখানে এখন রীতিমতো চাঁদের হাট। রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আর তাঁর আমন্ত্রণে অনুষ্ঠানে হাজির হয়েছেন টলিপাড়ার একঝাঁক তারকা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। দেব, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্র, জিৎ গঙ্গোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, শ্রীকান্ত মোহতা, অরিন্দম শীল, নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় প্রমুখরাও রয়েছেন দিঘায়।
Read More: জগন্নাথধামের উদ্বোধনের মাঝেই বাতিল দিঘাগামী ট্রেন, ষড়যন্ত্রের ছক কেন্দ্রের
পাশাপাশি, বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন নচিকেতা চক্রবর্তী, অদিতি মুন্সি-সহ আরও শিল্পীরা। উদ্বোধনী অনুষ্ঠানে(Jagannath Dham)অংশ নেন টেলিপর্দার পরিচিত মুখরাও। দেখা গেল দেবলীনা কুমার, ভিভান ঘোষকে। সাংসদ তথা টলি-স্টার দেব জানান, “সম্প্রীতির ঐতিহাসিক মিলনক্ষেত্র দিঘায় জগন্নাথধামকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী গোটা দেশকে বার্তা দিয়েছেন। আসলে দিঘায় এখন পর্যটনের সঙ্গে আধ্যাত্মিকতার মিলন ঘটেছে বঙ্গোপসাগরের সৈকতভূমিতে।”

দেবের কথায়, “বিভেদ উড়িয়ে বাংলা থেকে ফের সম্প্রীতির নিশান উড়িয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, বাংলা চিরকাল দেশকে পথ দেখিয়েছে, এবারও মুখ্যমন্ত্রী সেই পরম্পরা বজায় রেখেছেন।’’ মন্দির উদ্বোধনে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের এই চা-চক্রে বাংলা-মুম্বইয়ের শিল্পীরা যেমন ছিলেন, তেমনই ছিলেন কবি-সাহিত্যিক, বণিকসভা ও ময়দানের আধিকারিক ও কর্তারাও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1917565668389712026?s=19