দিঘা: অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে দ্বারোদঘাটন হতে চলেছে জগন্নাথ মন্দিরের।(Jagannath Temple)বুধের সকাল থেকেই চলছে আচার অনুষ্ঠান। এর মধ্যেই জগন্নাথদেবের দুই বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা হয়ে গিয়েছে। প্রাণপ্রতিষ্ঠা হয়েছে রাধাকৃষ্ণের মূর্তিতেও। এরপরেই এদিন দুপুর ৩টে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারোদঘাটন করবেন।
Read More: দিঘার জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্তোলকদের জন্য ১০ লক্ষের বিমার ঘোষণা মানবিক মমতার
বুধবার সকাল ১১টা ১০ মিনিট থেকে সাড়ে ১১টার মধ্যে নিমকাঠের তৈরি জগন্নাথের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন হয়। ওই ২০ মিনিটের মধ্যে রুদ্ধ দরজার ভিতরে পুরীর জগন্নাথ মন্দিরের(Jagannath Temple)অন্যতম প্রধান সেবায়েত রাজেশ দৈতাপতির নেতৃত্বে পুরোহিতেরা প্রাণপ্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পন্ন করেন। দেবতার সর্বাঙ্গে কুশ স্পর্শ করানো হয়।

এরপর বেলা সাড়ে ১২টা নাগাদ পাথরের জগন্নাথদেবের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করেন ইসকনের সেবায়েতরা। একই সঙ্গে প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন হয় রাধাকৃষ্ণের পাথরের মূর্তিতেও। এর পর জগন্নাথের স্নান এবং বস্ত্র পরিধানের প্রক্রিয়া শুরু হয়। তারপরে জগন্নাথের উদ্দেশে ৫৬ ভোগ অর্পণের আচার।
Link: https://x.com/ekhonkhobor18/status/1917496313614156113?s=19
এই সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন হলেই রয়েছে দ্বারোদঘাটন পর্ব। ‘অক্ষয়তৃতীয়ার মাহেন্দ্রক্ষণ’ দুপুর ৩টে থেকে ৩টে ১০ মিনিট। ওই সময়েই মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথের উদ্দেশে প্রথম সন্ধ্যারতিও করবেন মুখ্যমন্ত্রী।