দিঘা: বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দিরের(Jagannath Temple)দ্বারোদঘাটন অক্ষয় তৃতীয়ার দিনেই। এরপরেই সকলের জন্য খুলে যাবে দিঘার জগন্নাথ মন্দির। গত কয়েকদিন ধরেই চলছে শাস্ত্রীয় নিয়ম মেনে বিভিন্ন আচার-অনুষ্ঠান। মঙ্গলবারই মহাযজ্ঞ সম্পন্ন হয়েছে। যজ্ঞের শেষে পুর্ণাহুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে বুধবারই দ্বারোদঘাটন হতে চলেছে জগন্নাথ মন্দিরের।
Read More: বড়বাজার অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ মমতা-অভিষেকের, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস
২৫ একর জমির উপর দিঘার জগন্নাথ মন্দিরের(Jagannath Temple)কাজটা একেবারেই সহজ ছিল না। খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী প্রতীক্ষা করছেন মন্দির দ্বারোদঘাটনের। বুধবার বেলা আড়াইটে থেকে অনুষ্ঠান শুরু হবে। ৩টের সময় দ্বারোদঘাটন। ৫ মিনিটের জন্য মন্দির খুলে দেওয়া হবে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় উপস্থিত পুণ্যার্থী ও পর্যটকদের উদ্দেশে ঘোষণা করেন, আনুষ্ঠানিক দ্বারোদঘাটনের পরই সাধারণের জন্য খুলে দেওয়া হবে মন্দির। পাশাপাশি তিনি বলেন, পর্যটনের দিক থেকে আগামীদিনে দিঘা আন্তর্জাতিক কেন্দ্র হিসাবে চিহ্নিত হবে। এই মন্দির হবে দেশের গর্ব। মন্দিরের স্থাপত্য বা নির্মাণের আজিক-কৌশল দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী বলেন, এত সুন্দর স্থাপত্য ও কাজ এত সুন্দর-নিখুঁত হয়েছে যে বলার নয়। সব সম্প্রদায়ের মানুষ এসেছেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1917479019953676748?s=19
উদ্বোধনের প্রাক্কালে পূর্ণাহুতির পরে মুখ্যমন্ত্রী বললেন, “প্রত্যেকেই আমাদের অতিথি। ধর্ম কখনও মুখে প্রচার করে হয় না। ধর্মে হৃদয় ছুঁয়ে যাওয়ার জিনিস। আস্থা-বিশ্বাস-ভালোবাসাই ধর্ম। মা-মাটি-মানুষ ভালো থাকলে আমি ভালো থাকব। তাই সকলের হয়ে প্রার্থনা করছি।”