দিঘা: জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনের পরেই সাধারণের জন্য খুলে যাবে দিঘার জগন্নাথ মন্দির। পুরীর মতোই দিঘাও হয়ে উঠবে দর্শনার্থীদের আকর্ষণ। সেরকমই দিঘার জগন্নাথ মন্দিরের চূড়ায় নিত্যদিন পরিবর্তন হবে ধ্বজা। এবার সেই ধ্বজা উত্তোলকদের জন্যও বিশেষ পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee)
Read More: পর্যটনে আন্তর্জাতিক আকর্ষণ হয়ে উঠবে দিঘা, জগন্নাথধাম নিয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী
জানা গিয়েছে, দিঘার জগন্নাথ মন্দিরে ধ্বজা উত্তোলকের জন্য মাথাপিছু ১০ লক্ষ টাকার বিমা করিয়ে দিলেন তিনি। পুরীর মন্দিরে এঁরাই বংশ পরম্পরায় ধ্বজা উত্তোলনের কাজ করেন। তাঁদেরই তিনজন দিঘায় প্রতিদিন বিকেলে ধ্বজা পরিবর্তন করবেন। এরজন্য পারিশ্রমিকও পাবেন তাঁরা।

মঙ্গবার দিঘার জগন্নাথ মন্দিরে পুজো শেষে বিকেল ৩টে ৫০ মিনিটে পুরীর মন্দিরের নামে মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee)হাতে ধ্বজা তুলে দেন রাজেশ দৈতাপতি। এরপর মুখ্যমন্ত্রী সেই ধ্বজা পুরী থেকে আসা অভিজ্ঞ ধ্বজা উত্তোলক বিভূতি দাসের হাতে দেন। দ্রুত তিনি মন্দিরের ভিতর দিয়ে চূড়ার শীর্ষে ধাতব ‘শ্রী চক্রে’র উপরে ওঠেন। যতক্ষণ বিভূতি উপরে উঠছিলেন, ততক্ষণ উৎকণ্ঠা নিয়ে হাত জোড় করে মন্দির চূড়ায় তাকিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর ধ্বজা উত্তোলক নেমে আসতেই কাছে ডেকে নিয়ে মাথাপিছু ১০ লক্ষ টাকার বিমা ঘোষণা করেন মমতা। সূত্রের খবর, পুরী থেকে আসা বিভূতি ছাড়াও অজয় নায়েক-সহ তিনজন ধ্বজা উত্তোলকের কাজ করবেন দিঘার মন্দিরে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1917494290315436541?s=19