দিঘা: বুধবার, অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে হতে চলেছে দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন। বর্তমানে সেখানেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মন্দির পরিদর্শন করে তিনি জানালেন, জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘা একটি আন্তর্জাতিক পর্যটন(Tourism )আকর্ষণে পরিণত হবে। তাঁর মতে, মন্দিরটি আগামী কয়েক হাজার বছর ধরে মানুষের সমাবেশের স্থান হয়ে থাকবে এই জগন্নাথধাম।
Read More: অক্ষয় তৃতীয়ায় দ্বারোদঘাটন, বুধেই সাধারণের জন্য খুলে যাবে জগন্নাথ মন্দির
মমতার কথায়, “এই মন্দিরটি রাজ্যের মর্যাদায় অবশ্যই নতুন পালক যোগ করবে। দিঘা একটি আন্তর্জাতিক পর্যটন(Tourism )আকর্ষণে পরিণত হবে। এটি সম্প্রীতির স্থান হিসেবে কাজ করবে। সমুদ্রের কারণে, দিঘার একটি বিশেষ আকর্ষণ রয়েছে। এখন, যদি এটি তীর্থস্থান হয়ে ওঠে, তাহলে আরও পর্যটক আসবেন। আমার মনে হয় ভাস্কররা দুর্দান্ত কাজ করেছেন।” মঙ্গলবারের মহাযজ্ঞের শেষে সম্প্রীতির সুর বেঁধে তিনি বলেন, “ধর্ম কারও একার নয়, ধর্ম সকলের। সব তীর্থস্থানে সকলেই যেতে পারেন। বিষয়টিকে হৃদয় দিয়ে, অন্তর দিয়ে ছুঁয়ে যেতে হয়। ধর্মের অধিকার কারও একার নয়। ধর্ম হল মানুষের আস্থা-ভরসা, ভালবাসা, বিশ্বাস।”

পাশাপাশি, জগন্নাথধামের নির্মাণশৈলী নিয়ে মুখ্যমন্ত্রী জানান, “এত সুন্দর আর্কিটেকচারের কাজ হয়েছে। এত সুন্দর ভাবে পুজো হচ্ছে। পুরী থেকে দ্বৈতাপতিরা টিম নিয়ে এসেছেন। ইসকন দায়িত্ব নিয়ে কাজ করেছে। টোটাল টিম আছে ওদের। আদ্যাপীঠের মুরালভাই এসেছেন। দক্ষিণেশ্বর থেকে কুশলরা এসেছেন। বেলুড় মঠ-কামারপুকুর থেকে সনাতন ধর্মের লোকেরা এসেছেন। সব ধর্মের, সব বর্ণের মানুষ এসেছেন। জয়রামবাটি থেকে এসেছেন। যতটা সম্ভব অন্তর দিয়ে, হৃদয় দিয়ে আমরা চেষ্টা করেছি।” মমতার সাফ কথা, ধর্ম মুখে প্রচার করে হয় না। ধর্ম হৃদয় দিয়ে ছুঁয়ে যায়। ধর্ম হল মানুষের আস্থা-ভরসা, বিশ্বাস এবং ভালবাসা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1917481665233908145?s=19