কৌশাম্বি : নারীদের সুরক্ষা ও নিরাপত্তা(Woman Safety)দিতে উত্তরপ্রদেশের বিজেপিশাসিত সরকার যে কতটা ব্যর্থ, তা হাতেকলমে প্রমাণিত হয়ে গেল আরও একবার। এক দলিত নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলায়। পকসো এবং এসসিএসটি (হিংসা প্রতিরোধ) ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More: দিঘা এবং পুরীগামী ২১২টি লোকাল ও ২৭টি এক্সপ্রেস বাতিল, তালিকায় রয়েছে কোন কোন ট্রেন!
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কোনও কারণে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এক আত্মীয়ের বাড়িতে চলে যায় বছর ষোলোর ওই নাবালিকা। এদিকে তাকে খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় পড়েন তার বাবা-মা। পরিবার সূত্রে খবর, ঘটনার দু’দিন পর নাবালিকা নিজেই বাড়ি ফিরে আসে। কিন্তু তারপর থেকে সে কোনও কথা বলছিল না। তখনই তারা মা-বাবার সন্দেহ হয়। নাবালিকাকে জিজ্ঞাসা করলে সে কাঁদতে কাঁদতে জানায়, সেই রাতে তিন যুবক তাকে গণধর্ষণ করেছে। এরপরই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতার বাবা।

পুলিশ সূত্রে অনুযায়ী, দুই অভিযুক্তর নাম শৈলেন্দ্র সরোজ ওরফে জাহিদ এবং শেরু ওরফে নাজার আহমেদ। তাঁরা ওই গ্রামেরই বাসিন্দা। তবে অভিযুক্ত অপর যুবকটির ব্যাপারে এখনও কোনও তথ্য জানতে পারেননি তদন্তকারী আধিকারিকরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। একের পর এক ধর্ষণের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে যোগীরাজ্যের প্রশাসন। নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।(Woman Safety)
Link: https://x.com/ekhonkhobor18/status/1917575121205878833?s=19