কলকাতা: উচ্চমাধ্যমিক শেষ হয়েছে প্রায় দেড় মাস হল। এবার পরীক্ষার ফলপ্রকাশের অপেক্ষায় রয়েছে পরীক্ষার্থীরা। ফলপ্রকাশের(Higher Secondary Result)দিনক্ষণ জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সোমবারই বিজ্ঞপ্তি প্রকাশ করে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের দিন জানানো হল। মে মাসেই প্রকাশিত হবে রেজাল্ট।
Read More: পহেলগাঁওয়ের পর আরও বড় হামলার ছক জঙ্গিদের! বন্ধ কাশ্মীরের একাধিক পর্যটনকেন্দ্র
৭ মে, বুধবার প্রকাশিত হবে ফল। ওইদিন সাড়ে ১২টায় বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলন করে ফল(Higher Secondary Result)ঘোষণা করা হবে। দুপুর দু’টো থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে পরীক্ষার্থী এবং অভিভাবকরা। হাতে রেজাল্ট মিলবে ৮ মে। সকাল দশটা থেকে রাজ্যের ৫৫টি কেন্দ্র থেকে স্কুলগুলির প্রধান শিক্ষক বা শিক্ষিকার হাতে রেজাল্ট তুলে দেওয়া হবে। তারপর নিজ নিজ স্কুল থেক সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা।

এছাড়াও মোট ১৬টি ওয়েবসাইট থেকে দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল। https://result.wb.gov.in এবং https://result.digilocker.wb.in এই ওয়েবসাইট দুটিতেও পাওয়া যাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট।
Link: https://x.com/ekhonkhobor18/status/1917159781950972280?s=19
প্রসঙ্গত, ৩ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ১৮ মার্চ। এবার পরীক্ষায় বসছে ৫ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় বেশ কিছুটা কম। গত বছর পরীক্ষায় দিয়েছিল ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। ২ লক্ষেরও বেশি পড়ুয়া কমেছে। তবে এবারও ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা বেশিই।