কলকাতা : সম্প্রতিই কাশ্মীরে পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় দেশজুড়ে নেমে এসেছে শোকের আবহ। মঙ্গলবার ভূস্বর্গে সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছেন ২৬ জন। তাঁদের বেশিরভাগই সাধারণ পর্যটক। এই তালিকায় রয়েছেন বাংলার ৩ জনও। স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়াল রাজ্য। বাড়িয়ে দিল সাহায্যের হাত। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, নিহত তিনজনের প্রতিটি পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে রাজ্যের তরফে।
কেবল আর্থিক সাহায্যই নয়, পহেলগাঁওয়ে নিহত কলকাতার বিতান অধিকারীর মা-বাবার আর্থিক অবস্থা দুশ্চিন্তাজনক হওয়ায় এই পরিবারকে বাড়তি সাহায্যের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, বিতানের বাবার নামে একটি পেনশন ফান্ড তৈরি করে দেবে সরকার। তাতে মাসে ১০ হাজার টাকা পাওয়া যাবে। এছাড়া বিতানের মায়ের নামে ‘স্বাস্থ্যসাথী’ কার্ড করে দেওয়া হবে। এছাড়া বেহালা ও পুরুলিয়ায় নিহতদের পরিবারের কেউ চাকরি চাইলে, তার ব্যবস্থাও করা হবে।
প্রসঙ্গত, এদিন জরুরি ভিত্তিতে নবান্নে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। তাঁর মাধ্যমেই ফোনে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পহেলগাঁও হামলার পরপরই তীব্র নিন্দায় গর্জে উঠেছিলেন তিনি। ঘটনার তিনদিন পরেই ঘোষণা করলেন, নিহতদের পরিবারের পাশে মানবিকতার স্বার্থে সবরকম সহায়তা করবে রাজ্য সরকার।