কলকাতা : ফের অগ্নিকাণ্ড ঘটল শহরে। শনিবার কলকাতার বাসন্তী হাইওয়ে-সংলগ্ন ধাপায় লাগল বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ভরে গিয়েছে পুরো এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। ইলেকট্রিক ট্রান্সফরমারে বিস্ফোরণের থেকে আগুন ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান। এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
এদিন দুপুর সোয়া ১২টা নাগাদ ধাপার দুর্গাপুর এলাকায় আগুন লাগার খবর আসে। ধাপায় প্রচুর দাহ্য পদার্থ মজুত করে রাখা হয়। সেখানে রাবার ও প্লাস্টিক গোডাউনে আগুন লেগে যায়। যার ফলে দ্রুত তা ছড়িয়ে পড়ে অন্যান্য অংশে। কালো ধোঁয়ার ঢেকে যায় আকাশ।
ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভাতে শুরু করেছে দমকল। আগুনের উৎসস্থল খোঁজার চেষ্টা করছেন দমকলের কর্মীরা। স্থানীয়দের দাবি, একটি ট্রান্সফরমারের বিস্ফোরণ থেকে আগুনে ছড়িয়ে পড়ে। দমকলের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।