প্রতিবেদন : শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। অপেক্ষায় প্রহর গুনছেন সৈকতশহরের বাসিন্দারা। আসন্ন অক্ষয় তৃতীয়ায় দিঘায় দ্বারোদঘাটন হতে চলেছে নবনির্মিত জগন্নাথ মন্দিরের। আর সেই উপলক্ষেই নতুন গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়ায় একটি মিউজিক ভিডিও পোস্ট করেছেন তিনি।
প্রবল ব্যস্ততার ফাঁকেও কাগজ-কলম নিয়ে সময় কাটাতে ভালবাসেন মমতা। লেখেন কবিতা, গান। ইতিমধ্যেই ১৫০ ছাড়িয়েছে তাঁর রচিত গানের সংখ্যা। নানান উৎসবের আবহে বারবারই গান লিখেছেন। এবার দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষেও কলম ধরলেন তিনি। লিখলেন, “নয়নপথগামী, তুমি জগন্নাথস্বামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।” দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে নতুন গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই গানে সুর দিয়েছেন। গানটি গেয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন।
শুক্রবার নিজের ‘এক্স হ্যান্ডেল’ ও ফেসবুক পেজে নিজেই গানটির ভিডিও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সেটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে।শুধু মুখ্যমন্ত্রীই নন, জগন্নাথ মন্দির নিয়ে তৃণমূলের আইটি সেলও একটি গান তৈরি করেছে। আইটি সেলের রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্যর ভাবনায় সেই গানের কথা লিখেছেন অভিযান ভট্টাচার্য। ‘জগন্নাথের নাম নিয়ে চল দীঘা ধাম’ গানটি গেয়েছেন শিল্পী সৌম্যজিৎ পাল। গানটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে দলের আইটি সেল।
মন্দির উদ্বোধন নিয়ে ইতিমধ্যেই চরমে শেষ লগ্নের প্রস্তুতি। সমস্ত আচার পালিত হচ্ছে পুরীর মন্দিরের অন্যতম পুরোহিত রাজেশ দৈতাপতির তত্ত্বাবধানে। গত বুধবার থেকে দিঘায় শুরু হয়েছে ধর্মীয় কর্মকাণ্ড। ওইদিন বাস্তুপুজো দিয়ে শুরু হয় আচার পালন। বৃহস্পতিবার থেকে যজ্ঞ চলছে। ওইদিন কলস পুজোও হয়েছে। তাতে অংশ নেন এলাকার বহু মহিলা। শুক্রবার সম্পন্ন হল সিংহাসন পুজো। এরপর বিভিন্ন আচার-অনুষ্ঠান চলবে কয়েকদিন ধরে।