প্রতিবেদন : কেটে গিয়েছে বছরের পর বছর। তবুও কাটেনি অন্ধকার। মোদী-জমানায় দেশের বিজেপিশাসিত রাজ্যগুলিতে নারীসুরক্ষা ও নারীনিরাপত্তার পরিস্থিতি রয়ে গিয়েছে সেই তিমিরেই। ক্রমশ পাল্লা দিয়ে বেড়েছে নারীনির্যাতন ও ধর্ষণের ঘটনা। ‘ডবল ইঞ্জিন’ উত্তরপ্রদেশে ধর্ষণের শিকার হল এক দলিত কিশোরী। পাশাপাশি বিজেপিশাসিত হরিয়ানায় গণধর্ষিতা হলেন ৩৫ বছর বয়সী এক মহিলা।
উত্তরপ্রদেশের হাপুরের চতুর্থ শ্রেণির এক পড়ুয়াকে বাড়িতে একা পেয়ে তাকে লোভ দেখিয়ে এক পরিত্যক্ত কারখানায় নিয়ে যায় পাশের গ্রামের এক যুবক। তারপরে মাদক মেশানো ঠাণ্ডা পানীয় খাইয়ে কার্যত বেহুঁশ করে দিয়ে ওই পড়ুয়াকে ধর্ষণ করে যুবকটি। অনেক খোঁজাখুঁজির পরে পরিত্যক্ত কারখানাটি থেকে বালিকাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন তার বাবা-মা। পাশেই মত্ত অবস্থায় পড়েছিল ওই যুবকটি। পুলিশ এসে পৌঁছনোর আগেই ওই যুবককে পিটিয়ে মারে গ্রামবাসীরা।
পাশাপাশি বিজেপির হরিয়ানায় গণধর্ষণের শিকার হলেন ৩৫ বছরের এক মহিলা । বৃহস্পতিবার ঘটনাটি ঘটে হরিয়ানার জিন্দে। স্বামীর বাড়িতে না থাকার সুযোগ নিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ৪ জনে মিলে গণধর্ষণ করে ওই মহিলাকে। গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে ৫ বছরের মেয়েকে খুন করে অভিযুক্তরা।