কলকাতা: ফেব্রুয়ারিতেই শেষ হয় মাধ্যমিক পরীক্ষা। ১০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলে মাধ্যমিক। এবার পরীক্ষার ফল কবে প্রকাশ হবে তার দিকেই তাকিয়ে বসে পরীক্ষার্থীরা। অবশেষে ফলপ্রকাশ কবে তা জানাল মধ্যশিক্ষা পর্ষদ। মে মাসেই হতে চলেছে মাধ্যমিকের ফলপ্রকাশ।
পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল ঘোষণা করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ।
এ বছরের মাধ্যমিক শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। মে মাসের শুরুতেই ঘোষিত হবে ফলাফল। পর্ষদের তরফে সকাল ৯টা নাগাদ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করা হবে। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পর্ষদের ওয়েবসাইট ছাড়াও পরীক্ষার্থীরা বেশ কিছু মোবাইল অ্যাপ মারফতও তাদের ফলাফল জেনে নিতে পারবে।
এরপর পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে সকাল ১০টা থেকে পরীক্ষার্থীদের মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, এ বছরের মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে আগামী ২ মে।
উল্লেখ্য, এই বছরে মাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভূক্ত করেছে ৯,৮৪,৮৯৪ জন। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্য জুড়ে মোট ২,৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় ‘কাস্টডিয়ান’ ছিলেন ৪২৩ জন।