কলকাতা : সমাজমাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি রুখতে কঠোর পদক্ষেপের পথে হাঁটল পশ্চিমবঙ্গ পুলিশ। বৃহস্পতিবার রাজ্য পুলিশের তরফে এদিন এক্স হ্যান্ডলে একটি পোস্ট কর হয়েছে। “কিছু ভুয়ো প্রোফাইল এই মুহূর্তে নিজেদের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বলে দাবি করছে এবং জেলার বিভিন্ন এলাকা উল্লেখ করে নিজেদের অবস্থান বোঝাচ্ছে। এই ধরণের সমস্ত প্রোফাইলের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই অনেক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে, এবং আরও অনেক অ্যাকাউন্ট ব্লক করা হচ্ছে। আমরা সকলের কাছে বিনীত অনুরোধ করছি যে, এমন কোনও উস্কানিমূলক বার্তা শেয়ার বা ফরোয়ার্ড করবেন না যা মানুষের মধ্যে অবিশ্বাস ও ঘৃণা ছড়ায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে”, লেখা হয়েছে সেখানে।
কিছুদিন আগে অবধি ওয়াকফের প্রতিবাদকে কেন্দ্র করে অত্যন্ত উত্তপ্ত ছিল মুর্শিদাবাদ।অশান্তির সুযোগ নিয়েই অনেকে সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছেন। এই প্রোফাইলগুলো শুধুমাত্র ভুয়ো পরিচয় তৈরি করেই থেমে থাকছে না, সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক মন্তব্য ছড়িয়ে দিচ্ছে। যার ফলে বাড়ছে সাম্প্রদায়িক বিদ্বেষ।
এহেন পরিস্থিতিতেই রাজ্য পুলিশের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের উদ্দেশে যেকোনও ধরনের উস্কানিমূলক বার্তা থেকে দূরে থাকার বার্তা দেওয়া হয়েছে। জনগণের প্রতি আবেদন জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় গুজব রুখতে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য। সন্দেহজনক প্রোফাইল চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেছে রাজ্য পুলিশ।