প্রতিবেদন : পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে ইতিমধ্যেই ঘোলা জলে মাছ ধরতে উঠেপড়ে লেগেছে বিজেপি। তেলেবেগুনে জ্বলে উঠেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর বৃহস্পতিবার বিধানসভার গেটে পাকিস্তান বিরোধী স্লোগান তুলতে গিয়েই পান ফসকে বেরিয়ে গেল চুন! ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ বলে বসলেন তিনি! ইতিমধ্যেই তা নিয়ে সমাজমাধ্যমে বইছে নিন্দার ঝড়। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
বুধবার কাশ্মীরে মৃত বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারীর স্ত্রীকে শুভেন্দু জোর গলায় কথা দিয়েছিলেন, বিচার হবেই। বৃহস্পতিবার বিধানসভার গেটে পাকিস্তানের পতাকা পোড়ালেন বিরোধী দলনেতা। অতীতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ তুলে বললেন, “মোদী হ্যায় তো মুমকিন হ্যায়! ভরসা রাখুন। ২৬ এর বদলে ২৬০টা মুণ্ড চাই। গাজার মতো পাকিস্তানকে ধুলিস্মাৎ করতে হবে।” আর সেই সময়েই তাঁর মুখে শোনা গেল ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ স্লোগান।
উক্ত সময়ের ভিডিওর একটা অংশ সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেখানেই শোনা যাচ্ছে, আচমকা ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ বললেন রাজ্যের বিরোধী দলনেতা। এই ভিডিও নিয়ে শুরু হয়েছে শোরগোল। খোঁচা দিয়ে কুণাল লিখলেন, “এই সেরেছে! গুলিয়ে লাট।” শুভেন্দুকে বিদ্রূপে বিঁধেছেন নেটাগরিকরাও।