কলকাতা : চলবে পরীক্ষা-নিরীক্ষার কাজ। সেই কারণেই আগামী শনিবার থেকে তিন দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। বুধবার রাতে বিজ্ঞপ্তি জারি করে এই রুটের পাতাল পথ বন্ধ থাকার কথা জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
আগামী ২৭ এপ্রিল বউবাজারে বিপর্যস্ত অংশের নীচে সুড়ঙ্গ পরিদর্শনে আসছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। ২৬ এপ্রিল শনিবার থেকে ২৮ এপ্রিল সোমবার পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ ইস্ট-ওয়েস্ট মেট্রো চলবে না।মেট্রোর তরফে জানানো হয়েছে, গোটা অংশেই কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল পরীক্ষা করে দেখবেন সেফটি কমিশনার। মে মাসের মাঝামাঝি যাত্রীদের জন্য হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পরিষেবা চালু হয়ে যেতে পারে। তাই যাত্রী নিয়ে নিরাপদে মেট্রো ছোটার জন্য কতটা তৈরি সবটাই পর্যবেক্ষণ হবে সপ্তাহান্ত জুড়ে।
প্রসঙ্গত, এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ২.৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যথাযথ কি না সে বিষয়ে রাজ্য দমকল বিভাগের শংসাপত্র হাতে পেয়েছে মেট্রো। ব্যবস্থাপনা যথাযথ থাকার কারণে বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম বলেই আশাবাদী মেট্রো কর্তারা। মোটরম্যান থেকে কর্মী নিয়োগ সম্পন্ন। তৈরি হচ্ছে ভাড়ার তালিকা। সিআরএস পরিদর্শনের কিছুদিনের মধ্যেই সাধারণ মানুষের জন্য এই রুটে চালু হতে চলেছে মেট্রো পরিষেবা।