কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলা উত্তপ্ত ভূস্বর্গ। মৃত্যু হয়েছে প্রায় ২৬ জনের। এর মধ্যেই রয়েছেন বাংলার ৩ বাসিন্দা। গোটা বাংলা জুড়ে শোকের ছায়া। এর মধ্যেই বুধবার রাতে মৃতের পরিবার কলকাতায় আসছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এহেন পরিস্থিতিতে আগামিকাল, বৃহস্পতিবার রাজ্যজুড়ে মোমবাতি মিছিলের ডাক তৃণমূলের। বুধবারই তৃণমূলের পক্ষ থেকে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলার ৩ বাসিন্দার নিথর দেহ নিয়ে বিমান কলকাতায় আসছে বুধবারই। এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবরকমভাবে মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। এই নৃশংস হত্যার প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

এবার পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে পথে নামছে তৃণমূল। এই হামলার প্রতিবাস ও মৃতদের আত্মার শান্তি কামনায় মৌন মোমবাতি মিছলের ডাক দিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের প্রতিটি জেলায় এই কর্মসূচি আয়োজন করবে তৃণমূল যুব কংগ্রেস।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পহেলগাঁও-এ জঙ্গিদের হামলায় মৃত্যু হয় ২৬ জন পর্যটকের। এই ঘটনার পরই এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, “কাশ্মীরের পহেলগাঁওয়ে নিষ্ঠুর জঙ্গি হামলা আমাকে স্তম্ভিত করেছে। স্বজনহারা পরিবারগুলির প্রতি আমার গভীর সহমর্মিতা। কোনওভাবেই যেন দোষীরা ছাড় না পায়, সেটা নিশ্চিত করতে হবে।” পাশাপাশি সবরকমভাবে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।