কলকাতা: কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। নিহতদের মধ্যে রয়েছেন ৩ বাংলাবাসী। শোকের ছায়া রাজ্যজুড়ে। এর মধ্যেই জঙ্গি হামলায় নিহত সমীর গুহর বাড়িতে হাজির হলেন মেয়র ফিরহাদ হাকিম। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন ফিরহাদ।
কাশ্মীরে মৃত বাংলার তিনজন হলেন, বৈষ্ণবঘাটার বিতান অধিকারী, বেহালার সমীর গুহ ও পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্র। মঙ্গলবার রাতেই মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে বিতানের টালিগঞ্জের বাড়িতে পৌঁছে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনিও সবরকমভাবে পরিবারের পাশে থাকার বার্তা দেন। ফোনে বিতানের স্ত্রীর সঙ্গে কথা বলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। বুধবার সকালে মৃত সমীর গুহর বাড়িতে যান মেয়র ফিরহাদ হাকিম। সেখান থেকে কেন্দ্রকে নিশানা করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এটা কাপুরুষের মতো কাজ।” তিনি আশ্বাস দেন মৃতদের পরিবারের পাশে থাকার।
উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হানায় রাজ্যের ৩ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। এর মধ্যে বেহালার সমীর গুহ সহ রয়েছেন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী। এছাড়া পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্র নামেও একজনের মৃত্যুর খবর জানা গিয়েছে। বিতানের বাড়ি পাটুলির বৈষ্ণবনগরে। মৃতের স্ত্রী সোহিনী অধিকারীর সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগতভাবে সোহিনীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা।
অন্যদিকে, পুরুলিয়ার বাসিন্দা মণীশরঞ্জন কর্মসূত্রে আইবি আধিকারিক। সপরিবারে তিনি হায়দরাবাদে থাকতেন বলে জানা গিয়েছে। যদিও প্রাথমিক ভাবে প্রকাশিত তালিকায় বিতান এবং মণীশরঞ্জনের নাম থাকলেও সমীরের নাম নেই।