কলকাতা : শক্তিবৃদ্ধি ঘটল তৃণমূলের। কংগ্রেস ছেড়ে বুধবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করলেন প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি আজহার মল্লিক। বুধবার দুপুরে তৃণমূল ভবনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন অরূপ বিশ্বাস ও রাজ্যের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার।
ঘাসফুল শিবিরে যোগ দিতে চেয়ে সম্প্রতি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন আজহার। চিঠিতে লেখেন, “রাহুল গান্ধী নন, একমাত্র মমতাই পারবেন বিজেপিকে উৎখাত করতে। সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে একমাত্র আপনিই বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। আপনিই বিজেপিকে দেশ থেকে উৎখাত করতে পারবেন। কংগ্রেস বা রাহুল গান্ধীর দ্বারা কোনওমতেই সম্ভব নয়।” প্রাক্তন যুব কংগ্রেস সভাপতির মতে, মমতার দীর্ঘদিনের লড়াই ও আত্মত্যাগ অনুপ্রাণিত করে তাঁকে।

আজহারের স্পষ্ট অভিযোগ, বিজেপির উত্থানের কারণ রাহুল গান্ধীর অপকর্ম ও কংগ্রেসের নিষ্ক্রিয়তা। প্রদেশ কংগ্রেসকে নিশানা করে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস তার আরও এক নিকৃষ্টতম উদাহরণ। তাই আপনার মহানুভবতা এবং আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করার ইচ্ছা প্রকাশ করছি। আমার সঙ্গে ১৪ জন জেলা যুব কংগ্রেস সভাপতি এবং রাজ্য কমিটির আরও ১৭ জন যোগদান করতে ইচ্ছুক। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা সামিল হতে চাই।”
পাশাপাশি, প্রদেশ কংগ্রেসকে নিশানা করতেও ভোলেননি আজহার, “পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস তার আরও এক নিকৃষ্টতম উদাহরণ। বর্তমান প্রদেশ সভাপতি আরএসএস দ্বারা অনুপ্রাণিত। তিনি সেইভাবেই দল চালাতে চান। তাই আপনার মহানুভবতা এবং আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করার ইচ্ছা প্রকাশ করছি। আমার সঙ্গে ১৪ জন জেলা যুব কংগ্রেস সভাপতি এবং রাজ্য কমিটির আরও ১৭ জন যোগদান করতে ইচ্ছুক। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা সামিল হতে চাই”, স্পষ্ট জানিয়েছেন তিনি।