কলকাতা: কাশ্মীর নিয়ে উত্তপ্ত সারা দেশ। আন্তর্জাতিক স্তরেও জঙ্গি হানায় মৃত পর্যটকদের ঘটনা ছড়িয়ে পড়েছে। কাশ্মীরের পহেলগাঁও হামলাতে মৃতদের মধ্যে ৩ জন বাংলার বাসিন্দা। সারা বাংলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এর মধ্যেই মৃতদের পরিবার বুধবার রাতেই বিমানে কলকাতায় ফিরবেন। এরকমই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
উত্তপ্ত ভূস্বর্গ! জঙ্গি হানায় পহেলগাঁও তে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। এর মধ্যে বাংলার বাসিন্দা ছিলেন ৩জন। এই ঘটনার পরে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “কাশ্মীরের পহেলগাঁওয়ে নিষ্ঠুর জঙ্গি হামলা আমাকে স্তম্ভিত করেছে। যারা স্বজন হারিয়েছেন, সেই পরিবারগুলির প্রতি আমার গভীর সহমর্মিতা। কোনওভাবেই যেন দোষীরা ছাড় না পেয়ে যায়, সেটা নিশ্চিত করতে হবে।”

পাশাপাশি তিনি এই জঙ্গি হামলায় মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বুধবার। তিনি জানিয়েছেন, প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লি থেকে এদিন সন্ধ্যে সাড়ে আটটা নাগাদ কলকাতা বিমান বন্দরে পৌঁছবেন মৃতদের পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, কাশ্মীরের জঙ্গি হামলা আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। উত্তপ্ত পরিস্থিতি ভূস্বর্গেও। পর্যটকদের মৃত্যুতে স্থানীয়রাও প্রতিবাদে নেমেছেন। এই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে বাংলার ৩ বাসিন্দা বৈষ্ণবঘাটার বিতান অধিকারী, বেহালার সমীর গুহ ও পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্রের।