Kকলকাতা: ঝড়বৃষ্টি অব্যাহত কিন্তু তাতেও গরমের তীব্রতা কমছে না। এর মাঝে স্বস্তির খবরও দিচ্ছে না হাওয়া অফিস। আগামীতে দহনজ্বালা আরও বাড়তে চলেছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার থেকেই বাড়বে তাপমাত্রা। গরমের প্রভাব আরও বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, উত্তরে বৃষ্টি চললেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আপাতত ক্ষীণ। বরং তাপমাত্রা বাড়বে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় ছ’ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতা এবং দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা আর নেই। বরং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। আগামী ২৬ তারিখের আগে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হওয়ারও সম্ভাবনা নেই। আপাতত সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো। রবিবার থেকে দু’-একটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।
তবে উত্তরবঙ্গে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। আগামী কয়েকদিন সেখানকার পারদ একই থাকবে। মঙ্গলবার পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ডিগ্রি বেশি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি কম।