মেদিনীপুর: সোমে শালবনির তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের পরে প্রশাসনিক সভায় হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর কলেজ মাঠে সভা করেন মুখ্যমন্ত্রী। এই আওভা থেকেই খুব শীঘ্রই মুর্শিদাবাদ যাওয়ার ঘোষণা করলেন মমতা। মে মাসের প্রথম সপ্তাহেই মুর্শিদাবাদ যাবেন বলে জানালেন মমতা। এদিনের সভা থেকেই চক্রান্ত ফাঁস করার হুঙ্কার দিয়ে মমতা বলেন, “দু’টি জায়গায় ঝামেলা হয়েছে। এর পিছনে চক্রান্ত আমরা ফাঁস করব।”
ওয়াকফ নিয়ে অশান্তি চরমে ওঠে মুর্শিদাবাদে। সেখানে পরিস্থিতি সামাল সম্ভব হলেও বিরোধীদের কুৎসা কিন্তু থামেনি। মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী কেন যাচ্ছেন না, তা নিয়ে কটাক্ষ করতে পিছপা হয় না বিরোধী শিবির। তখনই তিনি জানান, ঠিক সময় হলে তিনি যাবেন। কথামতোই কাজ, এবার তিনি জানিয়ে দিলেন মে মাসের প্রথম সপ্তাহেই সেখানে যাচ্ছেন।
মেদিনীপুরের সভা থেকে সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মুর্শিদাবাদের ধুলিয়ানের দু’টি জায়গায় ঝামেলা হয়েছে। আমরা কেউ ঝামেলা চাই না। বহিরাগতরা স্থানীয়দের একাংশদের নিয়ে অশান্তি বাঁধিয়েছে। আমরা সেই চক্রান্ত ফাঁস করবই। মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ যাব।”
পাশাপাশি তিনি নিজে মুর্শিদাবাদের অশান্তিতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে যথোপযুক্ত ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন মমতা। অশান্তিতে যাঁদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলার বাড়ি প্রকল্পের অধীনে তাঁদের বাড়ি বানিয়ে দেওয়া হবে। যাঁদের দোকানঘর ভাঙচুর হয়েছে, প্রশাসন সার্ভে করে তা দেখছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাকিটা তিনি ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখবেন আশ্বাস দিয়েছেন।