পাটনা: আসন্ন বিহারের বিধানসভা নির্বাচন। নীতিশ-বিজেপি জোটে এবার আস্থা রাখছেন না ক্ষুব্ধ কৃষকরা। নির্বাচনের আগেই বিহার জুড়ে আন্দোলন কৃষকদের। আসন্ন ভোটে একটাও ভোট বিজেপি-জেডিইউকে নয়! এমনই সুর তুলে আন্দোলন শুরু করছেন কৃষকরা। পুরোদমে প্রস্তুতি শুরু করেছে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি।
কেন্দ্রে মোদী সরকার এলেও উত্তরপ্রদেশ, হরিয়ানার মতো কয়েকটি বিজেপি শাসিত রাজ্যে কৃষকদের লাগাতার আন্দোলন কর্মসূচির জেরে রীতিমতো ধাক্কা খেতে হয়েছিল গেরুয়া শিবিরকে। বিহার বিধানসভা নির্বাচনের আগে কার্যত একইভাবে আন্দোলন কর্মসূচি পালন করতে চলেছেন কৃষকরা। রবিবার রাতে দিল্লিতে সংযুক্ত কিষান মোর্চার একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, বিহার বিধানসভা নির্বাচনের আগে রাজ্যব্যাপী অন্তত ১০টি মেগা কিষান মহাপঞ্চায়েতের আয়োজন করা হবে।

এই আন্দোলনের স্লোগান হবে বিজেপি-নীতিশকে একটিও ভোট না দেওয়ার। সেই মর্মে প্রতিটি কৃষক সম্মেলনেই রাজ্যের সাধারণ মানুষকে আর্জি জানানো হবে। রবিবার দিল্লিতে বৈঠকের পর সোমবার এই সংক্রান্ত ঘোষণা করেছে সংযুক্ত কিষান মোর্চা।
আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি জানিয়েছে, শুধুমাত্র ১০টি মহাপঞ্চায়েত করেই থেমে যাওয়া নয়। ভোট পর্যন্ত বিহারের বিধানসভা আসন ধরে বিজেপি বিরোধী প্রচার কর্মসূচি চালানো হবে। কৃষক স্বার্থে বিজেপি তথা গেরুয়া শিবির যে বিশেষ কিছুই করেনি, তা বোঝাতে রাজ্যের মানুষের হাতে বিলি করা হবে লিফলেট।
কৃষকদের আন্দোলন যে বিহারের নির্বাচনে বড় প্রভাব ফেলবে তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ বিহারে কৃষকদের ভোটব্যাঙ্ক রয়েছে যথেষ্টই। তাদের জনভিত্তির উপর সব পার্টিকেই কমবেশি নির্ভর করতে হয়। অতএব বোঝাই যাচ্ছে আসন্ন নির্বাচন নিয়ে নীতিশ-বিজেপির চাপ বাড়াচ্ছে এই পরিস্থিতি। এহেন আন্দোলনের পরে বিহারে এই জোট কী পরিস্থিতিতে দাঁড়ায় তা নিয়েই চলছে জল্পনা।