মেদিনীপুর : কেবল রাজ্যের প্রশাসনিক প্রধানই নন। জননেত্রী তিনি। জনগণের কাছের মানুষ, কাজের মানুষ। ছুটে যান জনসাধারণের বিপদে-আপদে। চরম ব্যস্ততার মাঝেও এক ব্যক্তির অসুস্থতা নজর এড়াল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার মেদিনীপুরে প্রশাসনিক সভা চলাকালীন একজনের অসুস্থতার কথা শুনেই বক্তব্য থামিয়ে অ্যাম্বুল্যান্সের খোঁজ করলেন ‘দিদি’। সভায় উপস্থিত দলীয় কর্মীদের নির্দেশ দিলেন, দ্রুত ডাক্তারকে ডাকতে এবং অসুস্থ ব্যক্তিকে স্বাস্থ্যশিবিরে নিয়ে যেতে। অসুস্থ ব্যক্তির যাতে ঠিকমতো চিকিৎসা হয়, তার জন্য মঞ্চে দাঁড়িয়ে নিজে তদারকি করলেন তিনি।

এদিন দুপুরে মেদিনীপুরের কলেজ মাঠে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। গোয়ালতোড়ের সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন। আরও অজস্র প্রকল্পের শিলান্যাসও হয়েছে তাঁর হাত ধরেই। দুপুর প্রায় সাড়ে ১২টা থেকে এই অনুষ্ঠান শুরু হয়। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে শুরু করেন। তার মাঝেই তিনি হঠাৎ বলে ওঠেন, “কী হল ওখানে? পড়ে গেছে? অসুস্থ হয়ে পড়ল নাকি? দেখুন দেখুন। আমাদের অ্যাম্বুল্যান্স রেডি আছে তো? নিয়ে যান। নাহলে আমাদের হেলথ ক্যাম্পে নিয়ে যান, ডাক্তার ডাকুন।”
জানা যায়, মমতার বক্তব্য শুনতে এসে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসায় কী ব্যবস্থা হল, তা দেখার জন্য নিজের বক্তব্য থামিয়ে অপেক্ষা করেন। তারপর বলে ওঠেন, “বোধহয় গরমে অসুস্থ হয়েছেন। ডিহাইড্রেশন হতে পারে। জল দিন। আসলে এসব জায়গায় ভীষণ গরম। মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় গ্রীষ্মে খুব গরম পড়ে। সাবধানে থাকতে হয়।”
পাশাপাশি উপস্থিত দর্শকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “এত ভিড় করবেন না, সরে দাঁড়ান। ওঁকে ধীরে ধীরে বাইরে বের করে নিয়ে যান, জল দিন।” এরপর প্রাথমিক চিকিৎসার পর তিনি কিছুটা ধাতস্থ হলে অসুস্থ ব্যক্তিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তিনি খরকুসমার বাসিন্দা রাজু মণ্ডল। আপাতত রয়েছেন চিকিৎসকদের তত্ত্বাবধানে।