কলকাতা: বৈশাখের শুরুতেই তীব্র তাপপ্রবাহ। আগামীতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় ছ’ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি চলবে শুধু উত্তরবঙ্গে। যদিও চলতি সপ্তাহে সেখানেও তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে।
আবহবিদদের পূর্বাভাস, আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়ায় রোদের তেজ বাড়বে, তাপমাত্রার পারদ আরও পাঁচ থেকে ৬ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ শুরু হতে পারে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আগামী কয়েক দিনে বৃষ্টির সম্ভাবনা আর নেই। উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার দু’-একটি জায়গায় সোমবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ এবং নদিয়ায় সতর্কতা জারি রাখা হয়েছে। তবে আর কোথাও তেমন সতর্কতা নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো।
হাওয়া অফিসসূত্রে জানানো হয়েছে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে তা দু-একদিন দিনই হবে। তারপর উত্তরবঙ্গেও তাপমাত্রার পারদ চড়তে পারে অন্তত ৩ থেকে ৪ ডিগ্রি।
রাজস্থান, অসম ও বাংলাদেশের তৈরি তিন তিনটি ঘূর্ণাবর্তের প্রভাব বিস্তার করছে রাজ্যের আবহাওয়ার উপর। তার জেরেই এতটা হাওয়া বদল। তবে সোমবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলা – উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে সামান্য ঝড়বৃষ্টির সম্ভাবনা। তবে মঙ্গলবার থেকে লাফিয়ে বাড়বে তাপমাত্রা। পারদ চড়বে অন্তত ৫ থেকে ৬ ডিগ্রি সেন্টিগ্রেড। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।