শালবনি: জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচুর নতুন কর্মসংস্থান সহ ২৩টি জেলা উপকৃত হবে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে। এই মঞ্চেই মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শোনা গেল জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দালের মুখে।
শালবনিতে শিলান্যাসের অনুষ্ঠানের মঞ্চ থেকেই সজ্জন জিন্দালের মুখে শোনা যায় জয় বাংলা স্লোগান। মুখ্যমন্ত্রীকে সম্মানে ভূষিত করে বক্তব্য রাখেন সজ্জন জিন্দাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূয়সী প্রশংসা করে সজ্জন জিন্দাল বলেন, লক্ষ বছরে এরকম এক জনদরদি নেত্রী দেখা যায়। তিনি বলেন, এখানে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে। এরকম অনুভূতি হয়, যেন নিজের বাড়ির দিদির সঙ্গে কথা বলছি। মনে হয় এখানেই থেকে যাই। দিদিকে ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য।
তিনি আরও বলেন, “শালবনিতে খুব ভালো জমির রয়েছে। আমি দশ বছর পরে এলাম এখানে অত্যন্ত উন্নয়ন হয়েছে। যার সঙ্গে দেখা হয়েছে সবাই বলেছেন, তাঁরা খুশি।” পাশাপাশি জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল আশ্বাস দেন, এখানে শিল্প স্থাপন হলে কর্মসংস্থান হবে স্থানীয়দের। তাঁর কথায়, পশ্চিমবঙ্গের কোণায় কোণায় উন্নতি হচ্ছে।
উল্লেখ্য, এদিনের শিলান্যাসের অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলার ঐতিহাসিক প্রকল্প। শালবনির তাপবিদ্যুৎকেন্দ্রে এ রাজ্যের ২৩ জেলাই উপকৃত হবে। ১৫ হাজার জনের কর্মসংস্থান হবে। ১৬০০ কোটি টাকা খরচ হবে। আগামিকাল সোলার প্ল্যান্টের উদ্বোধন করব। আগে বলা হত, লোডশেডিংয়ের সরকার, আর নেই দরকার। এখন ২৪ ঘণ্টাই বিদ্যুৎ সরবরাহ করা হয়। আরও দুটো তাপবিদ্যুৎকেন্দ্র হবে জিন্দালদের।’’