কলকাতা: সোমে তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসে শালবনিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গী হবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে হাজির থাকবেন জিন্দাল গোষ্ঠীর শীর্ষকর্তারাও। শিলান্যাস অনুষ্ঠানে থাকছেন জিন্দল গোষ্ঠীর চেয়ারম্যান সজ্জন জিন্দাল। এরপরে গোয়ালতোড়ে ১১২ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
জিন্দল গোষ্ঠীর ১৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস রয়েছে। ৮০০ ইউনিটের দু’টি তাপবিদ্যুৎ প্রকল্প গড়ছে জিন্দল গোষ্ঠী। খরচ হবে ১৬ হাজার কোটি টাকা। একইসঙ্গে এই সংস্থা একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির পরিকল্পনাও নিয়েছে। ফলে কর্মজগতের এই নয়া দ্বার উন্মোচন হবে বলেই মনে করছে রাজ্যবাসী। পশ্চিম মেদিনীপুর জেলায় কয়েক হাজার কর্মসংস্থান হবে বলে দাবি করছে রাজ্য। জঙ্গলমহলের মানুষের জন্য এক নয়া দিগন্ত উন্মোচন হল মুখ্যমন্ত্রীর হাত ধরে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। পশ্চিম মেদিনীপুর কর্মকর্তাদের ব্যস্ততা তুঙ্গে। এদিন রাতে মুখ্যমন্ত্রী থাকবেন মেদিনীপুর সার্কিট হাউসে। পরদিন ২২ এপ্রিল মঙ্গলবার তিনি মেদিনীপুর কলেজ মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে গোয়ালতোড়ের একটি সোলার পাওয়ার প্ল্যান্ট সহ একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।