নয়াদিল্লি : বিস্ফোরক অভিযোগের মুখে বিজেপি। সামনেই দিল্লি পুরনিগম নির্বাচন। এমতাবস্থায় সে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি। দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য, কাউন্সিলরদের কিনে ইতিমধ্যেই শক্তি বৃদ্ধি করে ফেলেছে গেরুয়া শিবির। সোমবার ভোটে না লড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন দিল্লির বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা।
দিল্লি পুরনিগমের সচিবালয়ের তরফে সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, আগামী ২৫ এপ্রিল (শুক্রবার) সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ওই সভাতেই ভোটাভুটির মাধ্যমে নতুন মেয়র এবং ডেপুটি মেয়র নির্বাচিত হবেন। আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, “আমরা বিজেপিকে কোনও অজুহাত খাড়া করার সুযোগ দিতে চাই না। তারা মুখে ট্রিপল ইঞ্জিন সরকারের কথা বলছে। দেখা যাক প্রশাসনের সব স্তরের দায়িত্বে থেকে তারা মানুষদের জন্য কী কাজ করে।”
প্রসঙ্গত, ইতিমধ্যেই বিজেপির তরফে মেয়র এবং ডেপুটি মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব মেয়র পদপ্রার্থী হিসাবে সর্দার রাজা ইকবাল সিংহ এবং ডেপুটি মেয়র পদপ্রার্থী হিসাবে জয় ভগবান যাদবের নাম ঘোষণা করেছেন। আপ প্রতিদ্বন্দ্বিতা না-করার সিদ্ধান্ত নেওয়ায় এই দু’জনের জয় কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।