মেদিনীপুর: আগামী ২১ এপ্রিল শালবনিতে জিন্দাল ক্যাম্পাসে তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সোম ও মঙ্গলবার জেলা সফর সেরে ফেলবেন মুখ্যমন্ত্রী। সোমে শালবনি এবং মঙ্গলে কলেজ ময়দানে প্রশাসনিক সভায় থাকবেন তিনি। মমতার পশ্চিম মেদিনীপুর সফরের আগেই জেলায় চলছে তোড়জোড়। প্রস্তুতি পর্ব সেরে ফেলছে মেদিনীপুর।
মুখ্যমন্ত্রীর সফরের জন্য মেদিনীপুর কলেজ ময়দানে চলছে মণ্ডপ তৈরির কাজ। তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাডও। দফায় দফায় বৈঠক করছেন জেলাশাসক থেকে প্রশাসনিক কর্তারা। আবার, মণ্ডপ তৈরির কাজ আগেই শুরু হয়েছিল জিন্দাল ক্যাম্পাসে। তবে, বৃহস্পতিবার ঝড়বৃষ্টিতে মণ্ডপের একাংশ ভেঙে পড়ে। কিন্তু রাতের মধ্যেই সেই মণ্ডপ ফের ঠিক করা সম্ভব হয়েছে।
জিন্দাল কর্তারা জানিয়েছেন, মূলমঞ্চের কোনও ক্ষতি হয়নি। হ্যাঙার লাগানোর কাজ চলছিল। তারই মধ্যে ঝড়বৃষ্টিতে ওই বিপত্তি ঘটে। তবে তা বড় কিছু নয়। ঝড়বৃষ্টির কথা মাথায় রেখে শক্তপোক্ত তাঁবু খাটানো হচ্ছে বলে খবর।
আবার অন্যদিকে, মঙ্গলবার কলেজ ময়দানে মুখ্যমন্ত্রীর সভায় জনসমাগম করতে দলের বিধায়ক ও ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক করেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা। হাজির ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক দীনেন রায়, পরেশ মুর্মু, সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা পরিষদের দলনেতা মহম্মদ রফিক, প্রাক্তন বিধায়ক প্রদ্যোৎ ঘোষ প্রমুখ।
উল্লেখ্য, সোমবার শালবনি জিন্দাল ক্যাম্পাসে তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিন্দাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি উদ্বোধন হবে গোয়ালতোড়ে তৈরি হওয়া সৌরবিদ্যুৎ প্রকল্পের। মঙ্গলবার কলেজ ময়দানের প্রশাসনিক সভা থেকে সৌরবিদ্যুৎ প্রকল্পেরই ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।