প্রতিবেদন : শনিবার হঠাৎই ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের বিস্তীর্ণ এলাকা। পাশাপাশি কম্পন অনুভূত হল কাশ্মীরেও। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯।
এদিন ভারতীয় সময় বেলা ১২টা ১৭ নাগাদ ভূমিকম্প হয়। জানা গিয়েছে, কম্পনের কেন্দ্র আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে ৮৬ কিমি গভীরে ভূমিকম্পের উৎসস্থল। আফগানিস্তানের উত্তরাংশ এবং ভারতের কাশ্মীর উপত্যকা পর্যন্ত এই কম্পনের প্রভাব অনুভূত হয়েছে। আতঙ্কবশত বহু মানুষ ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তবে, এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইতিমধ্যেই পরিস্থিতি নজরে রাখতে শুরু করেছে স্থানীয় প্রশাসন এবং ভূকম্পন গবেষণা সংস্থাগুলি।ভূ-বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চল ভূমিকম্পপ্রবণ। কম গভীরতায় ভূমিকম্প হলে সেটি বিস্তীর্ণ এলাকাজুড়ে অনুভূত হয়। ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়। ‘আফটার শক’-এর আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে।