কলকাতা: বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষের বিয়ে নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা। বিজেপির অন্দরে এভং সংঘের নেতাদের মধ্যেও এ নিয়ে বিতর্ক সৃষ্টির কানাঘুষো শোনা যায়। কিন্তু রাজনৈতিক মতবিরোধকে পাশে রেখে দিলীপের বিয়েতে শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নববিবাহিত দম্পতি দিলীপ ঘোষ ও রিঙ্কুকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
দিলীপ ও রিঙ্কুকে শুভেচ্ছা জানিয়ে শনিবার সকালে X হ্যান্ডেলে অভিষেক লেখেন, “নতুন জীবন সুন্দরভাবে শুরু করার জন্য দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারকে আন্তরিক অভিনন্দন জানাই। ভালোবাসার নিজস্ব সময় ও লয় থাকে। আপনাদের একসঙ্গে পথচলা সেই সত্যিকারের ভালবাসারই প্রমাণ। আপনাদের জীবনে যেন আনন্দ, শান্তি ও সাহচর্যে চিরকাল স্থায়ী হয়। এই শুভকামনা রইল।”
উল্লেখ্য, সমাজের সমালোচনা, দলের আপত্তিকে তোয়াক্কা না করে ৬১ বছর বয়সে বিয়ে সেরে ফেললেন দিলীপ ঘোষ। দলের অন্দরে এ নিয়ে আপত্তির সুর উঠলেও তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বঙ্গ বিজেপির নেতারা। তবে রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দিলীপের বিয়েতে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে ফেলেছেন। বিয়ের দিনই ফুলের তোড়া এবং রাজ্য সরকারের হলুদ খাম পৌঁছেছে দিলীপের নিউটাউনের বাড়িতে। ইতিমধ্যেই শুক্রের সন্ধ্যায় রিঙ্কুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছেন দিলীপ ঘোষ।