কলকাতা : গুড ফ্রাইডে উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছাবার্তা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাত্র ৩৩ বছর বয়সে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যিশুখ্রীস্টকে। তাঁর আত্মবলিদানকেই এই দিন হিসেবে স্মরণ করা হয়।
নিজের এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “গুড ফ্রাইডে হল তপস্যা, প্রার্থনা এবং ত্যাগের দিন। আমার সকল খ্রিস্টান ভাইবোনদের দিনটি শুভ হোক।”
শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। “যিশু খ্রীষ্টের আত্মত্যাগ এবং তাঁর সেবামূলক জীবন আমাদের সকলের মধ্যে ভালোবাসা এবং শান্তি ছড়িয়ে দিতে অনুপ্রাণিত করুক”, লিখেছেন তিনি।