লখনউ: যোগীরাজ্যের চিকিৎসকের কাণ্ড চক্ষু চড়কগাছ। যেখানে রোগীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে ঈশ্বর তুল্য কাজ করেন চিকিৎসকরা, সেখানে এই ডাক্তারের কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা। বছর চারেকের শিশু দীর্ঘদিন সর্দিকাশিতে ভুগছে। ডাক্তারের কাছে নিয়ে যেতেই চিকিৎসা দেখে হতবাক সকলে। কাশি কমাতে শিশুকে ধুমপান করাচ্ছেন চিকিৎসক! এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই প্রশ্নের মুখে যোগীরাজ্যের স্বাস্থ্যব্যবস্থা।
উত্তরপ্রদেশের কুঠাউন্ডের স্বাস্থ্যকেন্দ্রে সুরেশ চন্দ্র নামে এক চিকিৎসকের বিরুদ্ধে উঠেছে এই বিস্ফোরক অভিযোগ। প্রকাশ্যে এসেছে শিশুকে ধুমপান করানোর সেই ভিডিও, যদিও এখন খবর সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। তবে নেটপাড়ায় আলোড়ন তুলেছে এই ভাইরাল ভিডিও। ঘটনার সময় ডিউটিতে ছিলেন সুরেশ চন্দ্র।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সুরেশবাবু পকেট থেকে সিগারেট বের করে শিশুটির মুখে দিয়েছেন। তাতে আগুনও ধরিয়ে দিচ্ছেন। ‘ভিতরে ধোঁয়াটা টানো’ বলে বেশ কয়েকবার টান দিতে বলছেন। সেখানে উপস্থিত শিশুর বাড়ির লোক সহ অন্যান্য রোগীরা তা দেখে রীতিমতো হতবাক। জানা যাচ্ছে, এই ঘটনার সময়ে ওই চিকিৎসক মদ্যপ অবস্থায় ছিলেন।
বিষয়টি নজরে আসতেই সুরেশ চন্দ্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এরপর পদক্ষেপ হিসাবে ওই চিকিৎসককে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। কিন্তু তাতেও বিতর্ক থামছে না। যোগীরাজ্যে স্বাস্থ্যব্যবস্থার এহেন পরিস্থিতি চিন্তায় ফেলছে সাধারণ মানুষকে। ডিউটিতে মদ্যপ অবস্থায় থাকলেও অন্যান্যরা তা লক্ষ্য করেননি? স্বাস্থ্যব্যবস্থায় এহেন অরাজকতা হলে রোগীদের সুরক্ষা কী সম্ভব যোগীরাজ্যে? একাধিক প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল।