নয়াদিল্লি: গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত। মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানাল, চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা চলতি বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন। তবে স্কুলে যোগ দিতে পারবেন না অশিক্ষক কর্মীরা।
সুপ্রিম কোর্টের রায়ে অন্তর্বর্তীকালীন পরিবর্তন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই আবেদনের শুনানি হল বৃহস্পতিবার। দু’টি শর্ত আরোপ করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। প্রথমত, ৩১ মে-র মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে যে তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবেন। দ্বিতীয়ত, ৩১ ডিসেম্বরের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।
পাশাপাশি, প্রধান বিচারপতি জানিয়েছেন, পড়ুয়াদের কথা ভেবে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণি শিক্ষকদের কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হল। তবে চতুর্থ শ্রেণির কর্মীদের জন্য বহাল থাকল পুরনো নির্দেশই।