কলকাতা: ওয়াকফ সংশোধনী আইন নিয়ে তোলপাড় বাংলা। মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জেলায় অশান্তি ছড়িয়েছে। এই পরিস্থিতিকে অনেকটাই সামাল দিয়েছে রাজ্যের প্রশাসন। এর মধ্যেই ওয়াকফ ইস্যু নিয়ে বুধবার ইমাম, মুয়াজ্জেনদের সঙ্গে নেতাজি ইন্ডোরে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকেই এই আইনের বিরুদ্ধে দেশজুড়ে ইন্ডিয়া জোটকে পথে নামার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।
এদিন মমতা বলেন, ‘বাংলায় আন্দোলন করার দরকার নেই। এখানে আমি আছি। সব বিষয়টি দেখে নেব। আপনারা দিল্লিতে গিয়ে আন্দোলন করুন।’ এই ওয়াকফ নিয়ে ওয়াকফ নিয়ে বাংলায় শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। দিল্লিতে গিয়ে আন্দোলন করার কথা বলেন তিনি। প্রয়োজনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরামর্শ দেন। এছাড়াও সব রাজ্যের নেতৃত্বকে ওয়াকফ আন্দোলনে আহ্ববান জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারের নীরবতা প্রসঙ্গেও প্রশ্ন তোলেন মমতা।
উল্লেখ্য, ওয়াকফ নিয়ে মুর্শিদাবাদে হিংসার যে অভিযোগ উঠেছিল। সেই বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। দাঙ্গাবাজদের থামাতে ‘ডান্ডা’ একমাত্র ওষুধ বলেও জানিয়েছিলেন যোগী। এই আবহেই এবার ওয়াকফ নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভে যাঁদের মৃত্যু হল তাঁদের তালিকা এখনও প্রকাশ করতে পারেনি বলে কটাক্ষ করেন তিনি। এদিনের বৈঠক থেকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার বার্তাও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।