কলকাতা : শনিবার চৈত্র পূর্ণিমা তিথিতে রাজ্যজুড়ে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। এই বিশেষ দিনটি উপলক্ষ্যে বাংলাবাসীকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এদিন এক্স হ্যান্ডলে পোস্ট করেন একটি পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবরই বিশেষ দিনগুলিতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী। এবারেও তার ব্যতিক্রম হয়নি।
পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন অভিষেকও। “হনুমান জয়ন্তীতে শক্তি, সাহস এবং ভক্তির বিকাশের হোক। রাজ্য তথা শহরের বিভিন্ন প্রান্তে আজকে ছোট ছোট কয়েকটি ধর্মীয় মিছিল এবং বেশ কিছু জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে”, সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি লেখেন তিনি।