কলকাতা : এবার বেআইনি নির্মাণ রুখতে অভিনব পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। চালু করা হল ‘অন স্পট’ বেআইনি নির্মাণ চিহ্নিতকরণের পদ্ধতি। অতিসম্প্রতিই একটি নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, প্রতিটি নির্মাণস্থলের সামনে ওই নির্মাণ-সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্বলিত বোর্ড লাগাতে হবে। ঠিকানা, রেজিস্ট্রেশন নম্বর, প্ল্যানের অনুমোদন নম্বর ও তারিখ, জমির আয়তন এবং ক’টি তলের বিল্ডিং ইত্যাদি তথ্য বোর্ডে লিখতে হবে।
পাশাপাশি, পুরসভার দেওয়া কিউআর কোড থাকবে। বিল্ডিং প্ল্যান অনুমোদনের সময় সংশ্লিষ্ট আবেদনকারীকে ওই কিউআর কোডটি দেওয়া হবে। যতদিন না নির্মাণ সম্পন্ন হচ্ছে, ততদিন ওই বোর্ড লাগিয়ে রাখতে হবে। ছ’ফুট বাই চার ফুটের একটি টিনের বোর্ডে পুরসভার দেওয়া কিউআর কোড এক ফুট বাই এক ফুট অংশে ডিসপ্লে করতে হবে। সেই কোড স্ক্যান করলে সহজেই নির্মাণ সংক্রান্ত যাবতীয় তথ্য সামনে আসবে। তথ্য না মিললেই সংশ্লিষ্ট নির্মাণকে বেআইনি বলে গণ্য করা হবে। প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পুরসভা।
ইতিমধ্যেই বেআইনি নির্মাণ আটকাতে শহরে ডিজিটাল ওয়ার্ক ডায়েরি চালু করা হয়েছে পুরসভার তরফে। অফিসাররা প্রত্যেকটি রাস্তা, গলি ঘুরছেন। কোথায়, কী নির্মাণ হচ্ছে, কী ধরনের নির্মাণ, যাবতীয় তথ্য ও ছবি ডিজিটাল ডায়েরিতে উঠে আসছে। যার জেরে বেআইনি নির্মাণ অনেকটাই বন্ধ করা গিয়েছে। কোনও নির্মাণ বৈধ না অবৈধ বা কতটা বৈধ, নির্মাণস্থলে দাঁড়িয়ে তা যাচাই করে নেওয়ার সুযোগ ছিল না। কিউআর কোড-সহ বোর্ড বসানোর ফলে সেই কাজ এখন সহজসাধ্য।