কলকাতা : শোকের ছায়া নেমে এল রাজনৈতিক আঙিনায়। দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা।(Rejjak Molla)দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বাঁকড়ি গ্রামে নিজের বাড়িতে থাকতেন তিনি। শুক্রবার সকালে প্রাতঃরাশ সেরে ওঠার পর হঠাৎই কাশতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই পরিবারের লোকজনের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
Read More: শুক্রবার বিকেলে চাকরিহারাদের নিয়ে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী
বিগত ১৯৭২ সালে ভাঙড় বিধানসভা থেকে সিপিএমের টিকিটে জিতে বিধায়ক হন রেজ্জাক মোল্লা। (Rejjak Molla)১৯৭৭ সালে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে জিতে রাজ্যের মন্ত্রী হন। বাম আমলে মন্ত্রী হিসাবে ভূমি সংস্কার, সুন্দরবন উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৪ সালে দলবিরোধী কথা বলার কারণে তাঁকে বহিষ্কার করে সিপিএম। এরপর ২০১৬ সালে রেজ্জাক মোল্লা যোগ দেন তৃণমূলে। বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটে জয়ীও হন। তৃণমূলের শাসনকালে খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রীও ছিলেন।

রেজ্জাক মোল্লার প্রয়াণে শোকাহত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “আমার সহকর্মী, আব্দুর রেজ্জাক মোল্লা’র প্রয়াণে আমি শোকাহত ও মর্মাহত। তিনি রাজ্য মন্ত্রিসভায় আমার সহকর্মী ছিলেন। তাঁকে আমি শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। বাংলার গ্রামজীবন, কৃষি-অর্থনীতি ও ভূমি-সংস্কার বিষয়ে তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা ছিল সুবিদিত। তাই একসময় অন্য ধারার রাজনীতি করলেও, মা-মাটি-মানুষের সরকারে তাঁর মিলিত হয়ে যাওয়া ছিল সহজ ও স্বাভাবিক। তাঁর প্রয়াণে বাংলার রাজনৈতিক জীবনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। আমি তাঁর পরিবারবর্গ, অসংখ্য অনুগামী ও শুভানুধ্যায়ীকে আমার আন্তরিক সমবেদনা জানাই”, নিজের এক্স হ্যান্ডলে শোকবার্তায় জানিয়েছেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1910627367204028601?s=19
উল্লেখ্য, নিজেকে বরাবর ‘চাষার ব্যাটা’ বলে পরিচয় দিতেন রেজ্জাক মোল্লা। ইতিমধ্যেই তাঁর বাড়িতে ভিড় জমিয়েছেন নেতা-কর্মীরা। বেঁচে থাকাকালীন প্রায়শই রেজ্জাক মোল্লার মুখে শোনা যেতে, মরলে ভাঙড়ের বাঁকড়ির বাড়িতেই কবর দেওয়া হবে তাঁকে। পরিবার সূত্রে খবর, তাঁর শেষ ইচ্ছার কথা মাথায় রেখে সম্ভবত সেই বাড়িতেই তাঁকে সমাধিস্থ করা হবে।