নয়াদিল্লি : বছরের পর বছর ধরে বাংলার প্রতি দুয়োরানিসুলভ আচরণ অব্যাহত রেখেছে মোদী সরকার। এখনও ১০০ দিনের প্রকল্পের(MGNREGA) কাজে বাংলার বকেয়া অর্থ মেলেনি। কবে মিলবে সেই টাকা? দুর্নীতি মামলায় কেন্দ্রের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি ছিল। দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের বিভিন্ন জেলা থেকে উদ্ধার হওয়া টাকা দিয়ে কী করা হয়েছে? তা কি কেন্দ্রকে ফিরিয়ে দেওয়া হয়েছে, নাকি মনরেগা প্রকল্পের মাধ্যমে মানুষকে দেওয়া হয়েছে? কেন্দ্রীয় অফিসারের কাছে জানতে চান বিচারপতিরা। আগামী ১৫ মে এই মামলার পরবর্তী শুনানি। তার মধ্যেই কেন্দ্রকে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে বলে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
Read More: ‘হারকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে’, নাইটদের পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা শাহরুখের
মনরেগা প্রকল্পে বাংলায় আর্থিক দুর্নীতির অভিযোগে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার তদন্তে চার সদস্যের কমিটি তৈরি করে দিয়েছিল উচ্চ আদালত। গত মার্চ মাসে কমিটির তরফে নোডাল অফিসার জেলায় জেলায় টাকা উদ্ধারের তথ্য পেশ করেছিল হাই কোর্টে। জানানো হয়, হুগলি, পূর্ব বর্ধমান, মালদহ, দার্জিলিং (জিটিএ), চার জেলা থেকে টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা। এরপর বৃহস্পতিবার ছিল শুনানি।
শুনানিতে রাজ্যের আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করে বলেন, ”কেন্দ্রের সরকার খুব ঔদ্ধত্য দেখাচ্ছে। তারা কোনও প্রস্তাব গ্রহণ করছে না। অন্য কেউ কিছু না করলে ব্যবস্থা নিচ্ছে। তিন বছর হয়ে গেল, অনেক প্রকল্পে টাকাই আসেনি এরাজ্যে। প্রতি বছর নির্বাচন থাকছে। আগামী বছর নির্বাচন, তাই সব বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা কিসের রাজনীতি?” মামলাকারীর আইনজীবী বিকাশ ভট্টাচার্যর সওয়াল, ”কেন্দ্র-রাজ্য লড়াই করছে। কিন্তু ভুক্তভোগী কারা? সাধারণ মানুষ।” সওয়াল-জবাব শুনে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম কেন্দ্রের প্রতিনিধিকে প্রশ্ন করেন, মনরেগা প্রকল্পে কোনও দুর্নীতি হয়ে থাকলে ব্যবস্থা নিতে বলা হয়েছিল। এ ব্যাপারে কেন্দ্রকে কেউ আটকে রাখেনি, আটকাতে পারে না। সেই ব্যবস্থা কি নেওয়া হয়েছে? প্রশ্ন বিচারপতির।
Link: https://x.com/ekhonkhobor18/status/1910282105306705968?s=19
প্রসঙ্গত, ১০০ দিনের কাজ-সহ(MGNREGA) একাধিক প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র, এই অভিযোগে বারবার সরব হয়েছে বাংলার শাসকদল তৃণমূল। ২০২১ সালের পর থেকে আর সেই টাকা মেলেনি, এ নিয়ে দিল্লীতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচিও হয়েছে। বহু চিঠি লেখা হয়েছে। কিন্তু তাতেও মেলেনি সুরাহা। বকেয়া দেয়নি কেন্দ্র। উলটে অভিযোগ করা হয়, ১০০ দিনের কাজের টাকায় নাকি দুর্নীতি হয়েছে বাংলায়! তা নিয়ে জনস্বার্থ মামলার শুনানি হল বৃহস্পতিবার। আর তাতে আদালতের প্রশ্নের মুখে পড়তে হল কেন্দ্রকেই।