লখনউ: টানা এক সপ্তাহ ধরে কিশোরীকে গণধর্ষণ। একটি হোটেলে রেখে টানা এক সপ্তাহ ধরে কিশোরীকে গণধর্ষণ করে ২৩ জন। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় বারাণসীতে।(Varanasi )জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Read More: বাংলায় কবে মিলবে ১০০ দিনের কাজের বকেয়া! কেন্দ্রের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে হুক্কা বারে গিয়ে মাদক মেশানো পানীয় খেয়ে জ্ঞান হারিয়েছিল বারাণসীর(Varanasi )কিশোরী। এরপর তাকে হোটেলে নিয়ে গিয়ে এক সপ্তাহ ধরে গণধর্ষণ করে ২৩ জন। এই ঘটনার অভিযোগ আসতেই যোগী রাজ্যের নিরাপত্তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এখনও ঘটনায় জড়িত ১৪ জনকে ধরতে পারেনি পুলিশ। তা নিয়েও সমালোচনা তুঙ্গে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1910351286072995921?s=19
২৯ মার্চ স্পোর্টস প্র্যাকটিসের পর এক বন্ধু ওই কিশোরীকে বারাণসীর সিগ্রা এলাকায় হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। বুধবার এই ঘটনার কথা জানায় পুলিশ। ক্যান্টনমেন্টের এসিপি বিদুষ সাক্সেনা বলেন, ‘বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।’ তবে নির্যাতিতা এখন ভালো রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।