পাটনা: তরুণীকে খুন করল তার নিজের বাবা! (Honour Killing)এই মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল বিহারের সমস্তিপুর। বাড়ির পরিত্যক্ত বাথরুম থেকে উদ্ধার করা হল তরুণীর দেহ। প্রাথমিকভাবে অনুমান, এই ঘটনা অনার কিলিং বা সম্মানরক্ষার্থে খুন।
Read More: যোগীরাজ্যে হোটেলে রেখে টানা এক সপ্তাহ ধরে গণধর্ষণ কিশোরীর, গ্রেফতার ৯
জানা গিয়েছে, সাক্ষী নামের ওই তরুণী ভিন্ন জাতের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। পাশের গ্রামেই থাকেন তিনি। সেই যুবকের সঙ্গে গত ৪ মার্চ পালিয়ে গিয়েছিলেন সাক্ষী। তাঁরা দু’জনে একসঙ্গে কলেজেও পড়তেন। সেখান থেকেই আলাপ। সাক্ষীর মামা বিপিন কুমার জানিয়েছেন, দিল্লি পালিয়ে গিয়েছিলেন তাঁরা। তাঁকে বুঝিয়ে ফিরিয়ে আনা হয়। কিন্তু আবার পালিয়ে যান সাক্ষী। ৭ মার্চ বাড়ি ফিরে আসেন। তার পর থেকেই নিখোঁজ হয়ে যান সাক্ষী। এদিন রাতেই তাঁকে খুন(Honour Killing)করা হয়েছে বলে দাবি পুলিশের।
Link: https://x.com/ekhonkhobor18/status/1910356439022845983?s=19
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৭ এপ্রিল তাঁকে খুন করে বাড়ির মধ্যেই একটি অব্যবহৃত বাথরুমে দেহ ঢুকিয়ে তালাবন্ধ করে দেওয়া হয়। বুধবার পচা গন্ধ পেয়ে স্থানীয়েরা তরুণীর বাড়ির লোককে বিষয়টি জানান। তরুণীর বাবা ইতস্তত করতেই স্থানীয়দের সন্দেহ হয়। তখন তাঁরা চেপে ধরেন তরুণীর পরিবারকে। বাথরুম খুলতেই তরুণীর পচাগলা দেহ উদ্ধার হয়। তখন স্থানীয়েরাই পুলিশে খবর দেন। এই ঘটনায় সাক্ষীর বাবা মুকেশ সিংকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এই যুগেও অনার কিলিং-এর মতো অপরাধ নিয়ে কাঠগড়ায় বিহারের প্রশাসন ও আইনশৃঙ্খলা।