প্রতিবেদন : দীর্ঘ ১২৮ বছর পর ফের অলিম্পিক্সে(Olympics )দেখা যাবে বাইশ গজের লড়াই। আগামী ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে পাঁচটি নতুন ইভেন্টের মধ্যে অন্যতম একটি ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেটকে। গত ২০২৩ সালে মুম্বইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কার্যনির্বাহী কমিটির বৈঠকে ক্রিকেটকে এলএ ২৮’-তে অন্তর্ভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।
Read More: অন্য জাতের যুবকের সঙ্গে প্রেম! বিহারে সম্মানরক্ষার্থে মেয়েকে খুন বাবার
আয়োজক কমিটি প্রাথমিকভাবে ঠিক করেছে, লস অ্যাঞ্জেলস অলিম্পিকে(Olympics )ক্রিকেট হবে ৬ দলের। ৬টি পুরুষ দল। ৬টি মহিলা দল। প্রতি দলে থাকবে ১৫ জন করে সদস্য। অর্থাৎ অলিম্পিকে মোট ৯০ জন পুরুষ ও ৯০ জন মহিলা ক্রিকেটার অংশ নিতে পারবেন। যোগ্যতা অর্জন পর্ব এবং প্রতিযোগিতার ফরম্যাট কী হবে, তা এখনও জানানো হয়নি।
বর্তমানে টেস্ট ও ওয়ানডের চেয়ে অনেক বেশি দেশ টি-২০ ক্রিকেট খেলে। শতাধিক দেশ অংশ নেয় ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে। তাদের মধ্যে ৬টি দেশ বেছে নেওয়া সহজ নয়। আয়োজক হিসাবে সরাসরি সুযোগ পেয়ে যাওয়ার কথা আমেরিকার। রইল বাকি পাঁচটি দল। তাদের ক্ষেত্রে বাছাই পর্বের ব্যবস্থা হবে, নাকি আইসিসির ক্রমাতালিকার নিরিখে সুযোগ দেওয়া হবে, সেদিকেই তাকিয়ে ক্রিকেটমহল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1910359539523932515?s=19
কেবলমাত্র ক্রিকেট নয়, বেসবল/সফ্টবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোসে ও স্কোয়াশ, এই পাঁচটি খেলাকে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে অন্তর্ভুক্তির সিলমোহর দিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির একজিকিউটিভ কমিটি। সব মিলিয়ে ২০২৮ অলিম্পিকে ৩৬ খেলার ৩৫১ ইভেন্টে অংশ নিতে পারবেন সর্বোচ্চ ১১,১৯৮ জন প্রতিযোগী।